Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন ডাকাত নিহত হয়েছে। ওরা দুই জনই দুই ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। বুধবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়ার ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল হাকিম ডাকাত দলের সঙ্গে একই এলাকার নুরুল হাকিম প্রকাশ শিয়াইল্যা ডাকাত দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ঘণ্টা ব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে। এ সময় ২টি বন্দুকও উদ্ধার করা হয় পুলিশ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ