Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড তারকাদের এমন আচরণ কাণ্ডজ্ঞানহীন বললেন ফারাহ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৭:১৯ পিএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই বলিউডের কিছু তারকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্কআউট অর্থাৎ শারীরিক কসরতের ভিডিও পোস্ট করছেন। তাদের এমন কাজকে কাণ্ডজ্ঞানহীন আচরণ বলে ক্ষেপেছেন নির্মাতা-অভিনেত্রী ফারাহ খান।

ফারাহ খান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এর ক্যাপশনে লিখেছেন ‘এই ওয়ার্কআউট ভিডিও পোস্ট করা বন্ধ করুন।’

ভিডিওতে সেই সব তারকাদের বিনীত অনুরোধ করে ফারাহ বলেন, এই ওয়ার্কআউট ভিডিও তৈরি এবং এটি দিয়ে আমাদের বিরক্ত করা বন্ধ করুন। আমি বুঝতে পারছি আপনাদের সবার অবস্থা ভালো এবং শারীরিক গড়ন ব্যতীত বিশ্বের অন্য কোনো মহামারি নিয়ে আপনাদের বিন্দুমাত্র চিন্তা নেই। কিন্তু আমরা কিছু মানুষ, বেশিরভাগ মানুষ এটি নিয়ে বেশ উদ্বিগ্ন।

এই নির্মাতা আরো বলেন, ‘সুতরাং, আমাদের ওপর দয়া করুন এবং এই ওয়ার্কআউট ভিডিও আপলোড করা বন্ধ করুন। আর যদি তা না করেন আমি আপনাদের আনফলো করলে মন খারাপ করবেন না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ