Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ করুন -বিবৃতিতে খালেকুজ্জামান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:০৯ এএম

 করোনাভাইরাস সংক্রমণ রোধের সময় শ্রমজীবী মানুষদের খাদ্যদ্রব্য, নগদ অর্থ সহায়তা প্রদান ও এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। গতকাল এক বিবৃতিতে তিনি আরো বলেছেন, সর্বদলীয়ভাবে সকলের অংশগ্রহণে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সাথে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষদের আগামী ৬ মাসের খাদ্যদ্রব্য ও নগদ অর্থসহায়তা দিতে হবে। এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধে কার্যকর উদ্যোগ সরকারকে গ্রহণ করতে হবে।
খালেকুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে ও সরকারের প্রস্তুতির দুর্বলতা দেখে গোটা দেশবাসী আতঙ্কিত। এখন পর্যন্ত সরকার যেসকল সিদ্ধান্ত নিচ্ছেন এবং ঘোষণা করছেন তাতে দেশবাসী আশ্বস্থ হতে পারছে না। এখন পর্যন্ত আইইডিসিআর ছাড়া কোন হাসপাতালকেই করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়নি। এতে জনমনে আতঙ্ক আরো বেড়ে চলেছে। তিনি আরো বলেন, সরকারের একেক মন্ত্রী একেক রকম কথা বলে চলেছেন। স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘এখনই সকলের পিপিই দরকার নাই, চীনেও শুরুতে সকলের পিপিই ছিল না। যা জনগণ ও চিকিৎসক-চিকিৎসাসেবীদেরকে দারুনভাবে হতাশ করে চলেছে। ৫০০ ডাক্তার প্রস্তুত রাখার কথা বলা হলেও তা কি শুধু দলীয় চিকিৎসকদের মহড়া কিনা তা নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে। অন্যান্য বিষয়ের মতোই করোনা মোকাবেলাও দলীয়করণের শিকার হয়ে জনজীবনকে বিপর্যস্ত করবে কি?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ