Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতির অভিভাষণ স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির দিক নির্দেশনামূলক অভিভাষণ স্থগিত করা হয়েছে। আগামি ৪ এপ্রিল ৬৪টি জেলার জেলা ও দায়রা জজ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকার দায়রা জজ ও চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে এ অভিভাষণ দেয়ার কথা ছিলো। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এ অভিভাষণ দেয়ার কর্মসূচি নিয়েছিলো বাংলাদেশ বিচার বিভাগ। এ লক্ষ্যে গত ১৬ মার্চ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। ওই অনুষ্ঠানে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা ছিলো। কিন্তু বিশ্বব্যাপি করোনা প্রকোপে উদ্ভুত পরিস্থিতিতে ওই অনুষ্ঠান স্থগিত করেছেন সুপ্রিমকোর্ট প্রশাসন। গতকাল মঙ্গলবার হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো.আক্তারুজ্জামান ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অভিভাষণ স্থগিতের কথা জানানো হয়। ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত পরিস্থিতি বিদ্যমান। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ ও চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটগণের উদ্দেশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান অনুষ্ঠান নির্দেশক্রমে স্থগিত করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ