Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে আগুনে ৫ ঘর পুড়ে ছাই

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ধূম ইউনিয়নের মোবারকঘোনা চর এলাকায় অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। গত সোমবার দুপুর ১টার দিকে আবুল কাশেম-এর নতুন বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে একই বাড়ির আবুল কাশেম, মো. রাসেল, রবিউল হোসেন ও তারেক রহমানের ৫টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা দাবি করেন অগ্নিকান্ডে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এই বিষয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. তানভীর আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে পুড়ে ৪ পরিবারের ৫টি ঘর ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ