পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর ঝুঁকি এড়াতে কোয়ারেন্টাইনে গেছেন চিকিৎসক। ওই রোগীর পরিবারের সদস্যরাও গৃহে অবস্থান করছেন। বৃহস্পতিবার নগরীর ও আর নিজাম রোডের রয়েল হাসপাতালে মারা যান ৩৬ বছর বয়সের এক নারী। তার পরিবারের সদস্য ও চিকিৎসকরা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় হাসপাতালে নেয়া হয় এবং কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ওই রোগী করোনায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। তিনি কোনো বিদেশির সংস্পর্শে যাননি, তার বয়সও কম। তারপরও সতর্কতা হিসেবে তাকে চিকিৎসা দানকারি একজন চিকিৎসক কোয়ারেন্টাইনে গেছেন। রোগী যে বেডে ছিলেন সেটিও জীবাণুমুক্ত করা হয়েছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।