Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনাভাইরাস নিয়ে সরকার অনেক বিষয় গোপন করেছে

মাস্ক ও স্যানিটাইজার বিতরণকালে রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগ সরকার যথাযথ পদক্ষেপ না নিয়ে অনেক কিছু গোপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের এমপি-মন্ত্রীরা বলে যাচ্ছে তারা করোনার চাইতে শক্তিশালী! আসলে তারা মানুষের জন্য কিছুই করেনি। তারা মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে শক্তিশালী। মিথ্যা কথা বলা ও চাপাবাজিতে শক্তিশালী। মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে তারা শক্তিশালী। তারা মানুষের দুর্যোগকালে সঠিক সময়ে মোকাবিলা করতে শক্তিশালী নয়। সুতরাং যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা মানুষের জন্য ভালো পদক্ষেপ নিতে পারে না।

গতকাল সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার বিতরণকালে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এসব সামগ্রী ফ্রি বিতরণ করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাস্তায় চলাচলকারী পথচারীদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।
এসময় রিজভী বলেন, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। বিএনপি মানুষের পক্ষে, জনগণের পক্ষে কাজ করে, এই দুর্যোগে যতটুকু সম্ভব এবং যেভাবে সম্ভব তাদের পাশে দাঁড়ানো- এটা বিএনপি গঠনের মূল লক্ষ্য।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আমরা মনে করি, এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারের যে দায়-দায়িত্ব পালন করার কথা ছিল, সেটা তারা পালন করেনি। পালন করেনি বলেই এক মহাদুর্যোগ ধেয়ে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার অনেক বিষয় গোপন করেছে। কোনটা নিউমোনিয়া, কোনটা করোনা পজেটিভ এটা নির্ণয় করতে পারছে না ডাক্তাররা। কারণ সেই প্রস্তুতি তারা আগে থেকে নেয়নি। এই সরকার ভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে লাখ লাখ মানুষ বিভিন্ন সমুদ্র বন্দর, এয়ারপোর্ট দিয়ে দেশে ঢুকেছে। সেই সময়ে তাদের করোনা শনাক্তকরণ করা দরকার ছিল, সেটা তারা করেনি।
বিএনপির এই নেতা বলেন, এখন সরকার কি করছে? হাতের মধ্যে একটা সিল দিয়ে বলছে- সেলফ কোয়ারেন্টিন। এটা পৃথিবীর কোনো দেশে শুনেছেন এভাবে সিল মেরে সেলফ কোয়ারেন্টিনের? এটা কোনো দেশে করেনি। এক গোসলেই সেই সিল উঠে যাচ্ছে।

তিনি বলেন, সেলফ কোয়ারেন্টিনে রোগী বাড়িতে থাকবে। তাহলে তো বাড়ির অন্য সদস্যরা আক্রান্ত হবে, রোগীর ভাই-বোন, তার আত্মীয়-স্বজন আক্রান্ত হবে। তারা যখন বাজারে আসবে সেখানকার লোকজন এফেক্টেড হবে। এইরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে সরকার।
এসময় ড্যাবের সভাপতি প্রফেসর ডা: হারুন আল রশিদ, ঢাকা উত্তর ড্যাবের সভাপতি ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, বেসরকারি ডেন্টাল ও মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আকাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিজভী পায়ে হেটে নিজে রিকশা ওয়ালা, পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার এবং করোনাভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ