Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রকোপে খালেদা জিয়ার মুক্তি চাইলেন বিএনপিপন্থী আইনজীবীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৭ এএম

করোনাভাইরাসে ৬০ বছরের বেশি বয়সী মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স এখন প্রায় ৭৫ বছর। তাই তিনি ঝুঁকিতে আছেন। এ জন্য তার মুক্তি দাবি করেছেন সুপ্রিমকোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

গতকাল সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বার অ্যাসোসিয়েশনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে হাজার হাজার ডাক্তার, নার্স এবং কর্মচারী কাজ করেন। ডাক্তার ও নার্সদেরই প্রটেকশন নেই। আর যেহেতু ষাটোর্ধ্ব মানুষ বেশি ঝুঁকিতে, খালেদা জিয়ার বয়সও পঁচাত্তোর্ধ্ব, তার করোনাভাইরাসের ঝুঁকি বেশি। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। ব্যারিস্টার খোকন বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। ইতোমধ্যে বাংলাদেশও আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার মধ্যে হাজার হাজার মানুষ মারা গেছে। এই রোগের প্রার্দুভাবে এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে কারাবন্দীদের মুক্তি দেয়া হয়েছে। তাই সরকার বিশেষ বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের কাছে আপিল করছি খালেদার মুক্তির জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ