Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্ন আয়ের মানুষদের খাদ্য ও আর্থিক সাহায্য দিন

ডিসিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৭ এএম

করোনাভাইরাসজনিত কার্যক্রম বাস্তবায়নের কারণে দরিদ্র জনগোষ্ঠীর আয়-অন্নসংস্থানে অসুবিধা নিরসনে ডিসিদের খাদ্য ও আর্থিক সাহায্য দেয়ার নির্দেশনা দিয়েছে সরকার। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও এই সময়ে খোলা থাকবে ব্যাংক, তবে সীমিত ভাবে করতে পারে সময়সূচি।
গতকাল সোমবার সচিবালয়ে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
করোনাভাইরাস সংক্রমণের কারণে নিম্ন আয়ের মানুষ শহরে জীবন-যাপনে অক্ষম হলে ভাসানচরে তাদের জন্য আবাসন ও জীবিকা নির্বাহের সুযোগ গ্রহণের আহ্বান জানা মন্ত্রিপরিষদ সচিব। সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের বিস্তৃতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ প্রধানমন্ত্রীর ১০টি সিদ্ধান্ত জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার ভাসানচরে এ লক্ষ্যে মানুষের জন্য পর্যাপ্ত আবাসন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে। সেই সঙ্গে আগ্রহী ব্যক্তিদের সরকার এ সুযোগ গ্রহণে আহ্বান জানাচ্ছে। ভাসানচরের সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের স্বনির্ভর করে তোলার জন্য পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিকে সেখানে পাঠানোর জন্য সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হল। করোনাভাইরাসজনিত কার্যক্রম বাস্তবায়নের কারণে দরিদ্র জনগোষ্ঠীর আয়-অন্নসংস্থানে অসুবিধা নিরসনে জেলা প্রশাসকদের খাদ্য ও আর্থিক সাহায্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি- বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে সরকারি-বেসরকারি সব কালকারখানাও বন্ধ থাকবে। তবে বন্ধের এই বাধ্যবাধকতা থাকছে না তৈরি পোশাকশিল্প কারখানা গুলোর (গার্মেন্টস) ওপর। অনেক সময় দেখা যায় সাধারণ ছুটির দিনেও গার্মেন্টস বন্ধ থাকে। এই বন্ধ রাখার সিদ্ধান্ত গার্মেন্টেসের ক্ষেত্রেও প্রয়োজ্য হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, ডিজিজটা (করোনা) সংক্রামক। গার্মেন্টেসে যারা কাজ করে ফ্যাক্টরি ও তার জায়গা, যেটা আমরা খুব ক্লোজ মনিটরিংয়ে রেখেছি প্রথম থেকে। এখানে কিন্তু একটা জিনিস আছে কেউ যদি ইনফেকটেড হয়, আল্লাহ না করুক। সে কিন্তু ওই ফ্যাক্টরির বাইরে আর যাচ্ছে না। কিন্তু ধরেন ৫-৬ জন আক্রান্ত হয়ে যদি ছুটিতে যায় তাহলে ছড়ানোর সম্ভাবনা বেশি।
আহমেদ কায়কাউস বলেন, সেই হিসেবে আগাগোড়াই কন্ট্রোল এনভায়রনমেন্টে, গার্মেন্টস মালিকারাও কিন্তু প্রত্যেকটি জায়গায় হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়া, গ্লাভস এবং মাস্ক ব্যবহারের কাজটা করে যাচ্ছে। সেই হিসেবে তারা ভালো আছে। সেক্ষেত্রে তারা (গার্মেন্টস মালিকরা) সিদ্ধান্ত নেবেন তারা কী করবেন।
মুখ্যসচিব বলেন,গার্মেন্টসের আরও প্রয়োজন হচ্ছে, গার্মেন্টসে আমরা তৈরি করছি পিপিই (পারসোন্যাল প্রোটেকশন ইকুইপমেন্ট), মাস্ক তৈরি করছি। এগুলো তৈরি করার জন্য গার্মেন্টেসের লোকজন আমাদের সহায়তা করছে। আমরা গতকাল চট্টগ্রাম থেকে ১০ হাজার নিয়েছি, আরও ৯০ হাজার পাচ্ছি। এভাবে বিভিন্ন এলাকা থেকে নেয়া হচ্ছে। সেজন্য গার্মেন্টেসের ওপর বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে না।
সরকার আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি- বেসরকারি চাকরিজীবিরা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংকে ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেয়া হয়েছে। যেন বিভিন্ন ছুটিতেই ব্যাংকগুলোকে এরকম খোলা রাখা হয়।

করোনাভাইরাস মোকাবিলায় চাল ও নগদ বরাদ্দ
করোনাভাইরাস মোকাবিলায় প্রতিটি জেলায় ২০০ থেকে ৫০০ টন করে চাল ও নগদ দুই থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। জেলা গুলোর আয়তন ও জনসংখ্যাকে বিবেচনা নিয়ে ওই সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সোমবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল ইনকিলাবকে এ তথ্য জানান।
সিনিয়র সচিব বলেন, দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলি জারি করার ফলে আমরা এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের অন্যান্য সংস্থাকে সহযোগিতা করছি। জেলাগুলোতে চাল ও টাকার যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা প্রয়োজনে আরও বাড়ানো হবে।
করোনা সংক্রমণজনিত পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশ (এসওডি) জারি করেছে সরকার। এর ফলে দেশের দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতির কারণে যেসব স্বেচ্ছাসেবককে নামানো হয়, তাদের সক্রিয় করা হবে। ইতিমধ্যে এ ব্যাপারে স্বেচ্ছাসেবকদের পরামর্শ নিতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ভ‚ত পরিস্থিতিতে দরিদ্র মানুষদের সহায়তার জন্য দেশের সব জেলায় চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রতিটি জেলায় ২০০ থেকে ৫০০ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আর নগদ টাকা দেওয়া হয়েছে দুই থেকে পাঁচ লাখ টাকা। জেলাগুলোর আয়তন ও জনসংখ্যাকে বিবেচনা নিয়ে ওই সহায়তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে করোনা ঝুঁকির কারণে লকডাউন হওয়া মাদারীপুরের শিবচরে সহায়তা হিসেবে চাল পাঠানো হয়েছে। ওই সংক্রমণের কারণে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে দ্রুত ত্রাণসহায়তা পাঠানো হবে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে দুই ধরনের স্বেচ্ছাসেবক আছেন। দেশের ১৯টি জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় ৫৬ হাজার স্বেচ্ছাসেবক আছেন। এ ছাড়া সারা দেশে ১ লাখ ৮০ হাজার স্কাউট সদস্য আছেন। যাঁরা জরুরি রাষ্ট্রীয় কাজে মাঠে নামেন। সরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দুই ধরনের সদস্যই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকেন। সাধারণত ঘূর্ণিঝড়, বন্যা ও বড় কোনো দুর্যোগে তারা ভূমিকা পালন করে থাকেন।



 

Show all comments
  • Mohd Firoz Alam Biswas ২৪ মার্চ, ২০২০, ১:২৩ এএম says : 0
    কেন দেশ নাকি সিংগাপুর মালায়শিয়া হয়ে গেছে! আর কিছুদিন পর নাকি কানাডাকে হারিয়ে দিবে! তাহলে এখন এইসব কথা কেন!?!
    Total Reply(0) Reply
  • Mou Islam ২৪ মার্চ, ২০২০, ১:২৪ এএম says : 0
    ...টাকা কিছু খরচ করেন, আন্তত মানুষের মন থেকে দোয়া পাবেন,.... পরে আরো করতে পারবেন!!
    Total Reply(0) Reply
  • Rajib Khan ২৪ মার্চ, ২০২০, ১:২৪ এএম says : 0
    Very good
    Total Reply(0) Reply
  • Md Iqbal Hossain ২৪ মার্চ, ২০২০, ১:২৪ এএম says : 0
    বিএনপি জামাত কি পাবে নাকি সব আওয়ামী লীগ পাবে।।
    Total Reply(0) Reply
  • Mizan ২৪ মার্চ, ২০২০, ১:২৫ এএম says : 0
    বাংলাদেশ না সিঙ্গাপুর হয়ে গেছে। নিন্ম আয়ের লোক আসলো কোত্থেকে
    Total Reply(0) Reply
  • Anisur Rahaman ২৪ মার্চ, ২০২০, ১:২৫ এএম says : 0
    বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগনের জন্য কাদেঁনা—এই সরকারের কাছ থেকে কোন নিরপত্তা আশা করা যায় না সব এমপি মন্ত্রী ব্যাস্ত আছে পাপিয়া তৈরির কাজে!! সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সবাই প্রায় পাগলপ্রায় তখনি বাংলাদেশের এক মন্ত্রী বলে ওরা নাকি করোনার চেয়েও ভয়ঙ্কর—-এমন এমপি মন্ত্রী পাপিয়ার কাজেই লাগবে সাধারন মানুষের কাজে আসবে না—-ভারতের কথিত তহবিলে বাংলাদেশ সরকার ১.৫মিলিয়ন ডলার দেয় অথছ বাংলাদেশের ডাক্তারদের ppe নাই — কিসের চিকিৎসা দিবে সরকার —
    Total Reply(0) Reply
  • MD Rayhan Uddin ২৪ মার্চ, ২০২০, ১:২৬ এএম says : 0
    আমার মতে সেনা বাহিনী এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসায় তল্লাশী করে সে টাকা দিয়ে গরীব মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হোক
    Total Reply(0) Reply
  • রিদওয়ান বিবেক ২৪ মার্চ, ২০২০, ১:২৬ এএম says : 0
    ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী গরীব দুখিদের পাশে দাঁড়ানোর জন্য।
    Total Reply(0) Reply
  • আব্দুর রশিদ মন্ডল ২৪ মার্চ, ২০২০, ১০:৫৩ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। সেই সাথে যারা খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ তাদের জন্য সরকার যেটা বরাদ্দ করছে সেটা যেন সঠিক সময়ে এবং সঠিক তদারকির মাধ্যমে জনগণ পেয়ে যায়। দেশের এই ক্রান্তিলগ্নে যেন জনগণের বরাদ্দ নিয়ে কোন তামাশা বা তদারককারী নেতার পকেট ভারী না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আপনি যেটা জনগণের জন্য বরাদ্দ করেছেন সেটা যেন জনগণ সঠিক সময়ে পায় সার্বক্ষণিক মনিটরিং করবেন।
    Total Reply(0) Reply
  • আব্দুর রশিদ মন্ডল ২৪ মার্চ, ২০২০, ১০:৫৪ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। সেই সাথে যারা খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ তাদের জন্য সরকার যেটা বরাদ্দ করছে সেটা যেন সঠিক সময়ে এবং সঠিক তদারকির মাধ্যমে জনগণ পেয়ে যায়। দেশের এই ক্রান্তিলগ্নে যেন জনগণের বরাদ্দ নিয়ে কোন তামাশা বা তদারককারী নেতার পকেট ভারী না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আপনি যেটা জনগণের জন্য বরাদ্দ করেছেন সেটা যেন জনগণ সঠিক সময়ে পায় সার্বক্ষণিক মনিটরিং করবেন।
    Total Reply(0) Reply
  • আব্দুর রশিদ মন্ডল ২৪ মার্চ, ২০২০, ১০:৫৪ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। সেই সাথে যারা খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ তাদের জন্য সরকার যেটা বরাদ্দ করছে সেটা যেন সঠিক সময়ে এবং সঠিক তদারকির মাধ্যমে জনগণ পেয়ে যায়। দেশের এই ক্রান্তিলগ্নে যেন জনগণের বরাদ্দ নিয়ে কোন তামাশা বা তদারককারী নেতার পকেট ভারী না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আপনি যেটা জনগণের জন্য বরাদ্দ করেছেন সেটা যেন জনগণ সঠিক সময়ে পায় সার্বক্ষণিক মনিটরিং করবেন।
    Total Reply(0) Reply
  • শওকত আলী শিকদার ২৫ মার্চ, ২০২০, ১০:৫৭ পিএম says : 0
    আমি একজন ক্ষুদ্র সাংবাদিক, পরিবার নিয়ে আর্থিক কষ্টে আছি।সাহায্যের দরকার। কিভাবে পাবো?
    Total Reply(0) Reply
  • শওকত আলী শিকদার ২৫ মার্চ, ২০২০, ১১:৫৬ পিএম says : 0
    জেলা প্রশাসক, দুরযোগ মন্ত্রনালয় বা অন্য কোন সংস্থা থেকে কিভাবে এই সঙ্কটে সাংবাদিক বা অসহায় পরিবার হিসাবে আর্থিক সাহায্য পাবো জানতে চাই।
    Total Reply(0) Reply
  • Md Jabid Hasan ৫ এপ্রিল, ২০২০, ৩:০০ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী । আমার কোনো আর্থিক সাহায্য পাইনি। দোয়া করে সাহায্য করুন
    Total Reply(0) Reply
  • Md Jabid Hasan ৫ এপ্রিল, ২০২০, ৩:০১ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী । আমার কোনো আর্থিক সাহায্য পাইনি। দোয়া করে সাহায্য করুন
    Total Reply(0) Reply
  • Md Jobayer ৮ এপ্রিল, ২০২০, ২:২১ এএম says : 0
    পরিবার এর সবাইকে নিয়ে অনেক বিপদে পরে আছি। আমি নুতুন চাকরিতে জয়েন করার কোন বেতন পাইনি এমন অবস্থায় বিপদে পরে আছি। যা টাকা ছিল শেষ হয়ে গেছে কেও কি আমার পরিবারের জন্য কিছু করতে পারবেন।হাত একবারে খালি হয়ে গেছে, বাসায় কোন বাজার করার মতো টাকা নেই দয়াকরে সবাই আমাকে সাহায্য করবেন.
    Total Reply(0) Reply
  • ফরহাদ হোসেন ১৬ এপ্রিল, ২০২০, ৭:১৪ পিএম says : 0
    আজ পযন্ত কোনো এান পায়নি।ছোট চাকুরী করি
    Total Reply(0) Reply
  • ফরহাদ হোসেন ১৬ এপ্রিল, ২০২০, ৭:১৫ পিএম says : 0
    আজ পযন্ত কোনো এান পায়নি।ছোট চাকুরী করি
    Total Reply(0) Reply
  • ইকরামুলইসলামআজাদ ২৪ এপ্রিল, ২০২০, ১:৩৫ পিএম says : 0
    আমারা মধ্য আয়ের মানুষ আমাদের চলতে অনেক কষ্টের হয়ে আমরা এখনো পর্যন্ত, কোনো ত্রাণ পাইনি
    Total Reply(0) Reply
  • মোঃআবির ২৬ এপ্রিল, ২০২০, ১১:০৮ পিএম says : 0
    আমরা মধ্যেম আয়ের মানুষ সব কিছু বন্ধ থাকার কারণে আমাদের চলতে অনেক কঠিন হয়ে যাচ্ছে তাই আমার আপনাদের কাছে কিছু সাহায্য চাইছি।দয়া করে আমাদের একটু সাহায্য করবেন।
    Total Reply(0) Reply
  • মোঃআবির ২৬ এপ্রিল, ২০২০, ১১:০৮ পিএম says : 0
    আমরা মধ্যেম আয়ের মানুষ সব কিছু বন্ধ থাকার কারণে আমাদের চলতে অনেক কঠিন হয়ে যাচ্ছে তাই আমার আপনাদের কাছে কিছু সাহায্য চাইছি।দয়া করে আমাদের একটু সাহায্য করবেন।
    Total Reply(0) Reply
  • মোঃআবির ২৬ এপ্রিল, ২০২০, ১১:১২ পিএম says : 0
    আমরা মধ্যেম আয়ের মানুষ সব কিছু বন্ধ থাকার কারণে আমাদের চলতে অনেক কঠিন হয়ে যাচ্ছে তাই আমার আপনাদের কাছে কিছু সাহায্য চাইছি।দয়া করে আমাদের একটু সাহায্য করবেন।
    Total Reply(0) Reply
  • মোঃ হযরত আলী ৪ মে, ২০২০, ১১:৪৬ পিএম says : 0
    আমার আকুল আবেদন কামরাঙ্গীরচরে আছি আমি দয়া করে আমাকে সাহায্য করুন আমার সন্তানদেরকে নিয়ে অনেক কষ্টে দিনযাপন করিতেছি আমি দর্জির কাজ করি আশা করি আপনি আমাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম আপনি এই গরিবের আকুতি-মিনতি
    Total Reply(0) Reply
  • মোঃ হযরত আলী ৪ মে, ২০২০, ১১:৪৬ পিএম says : 0
    আমার আকুল আবেদন কামরাঙ্গীরচরে আছি আমি দয়া করে আমাকে সাহায্য করুন আমার সন্তানদেরকে নিয়ে অনেক কষ্টে দিনযাপন করিতেছি আমি দর্জির কাজ করি আশা করি আপনি আমাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম আপনি এই
    Total Reply(0) Reply
  • মিলন রায় ১৫ মে, ২০২০, ১০:১৭ এএম says : 0
    আমাদের টাকা সাহায লাকবেএ
    Total Reply(0) Reply
  • মোঃ সেলিম ২০ মে, ২০২০, ৩:২২ এএম says : 0
    আমরা সাহায্য পাবো না কারন আমরা বাংলাদেশের নাগরিক না যদি হতাম তাহলে পেতাম। এতো কষ্টে চলা যায় না
    Total Reply(0) Reply
  • মোঃখাইরুল ইসলাম ২৮ মে, ২০২০, ৯:৫৪ পিএম says : 0
    আমি নাচোল পৌরসভার ৬নং ওয়ার্ড এর একজন নাগরিক আমি আইডি কার্ড ও ছবি জমা দিলাম ইউ এন ও অফিস থেকে ফোন দিয়ে ছিলো কিন্তু কোন সাহায্য পায়নি।
    Total Reply(0) Reply
  • Taiaf ২ জুন, ২০২০, ১০:৫১ পিএম says : 0
    আমরা একটা। মতদম ইসতরের ফেমেলির লুক আমাদের টাকার দরকার আমারা মান সরমানের কারনে কারোকাছে চাইতে পারিনা এহন সরকার জুদি কিছু আরথিক সহজুগিতা করে তাহলে আমরা বেচেজাব হেলপ মি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ