Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণদের মাঝে এনএফএস এর করোনা প্রতিরোধক বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৯:৫৯ পিএম
প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস  নিয়ে তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও 
হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। 
 
গত কয়েক দিন ধরে রাজধানী বিভিন্ন স্থানে সংগঠনের বন্ধু ও তরুণদের মাঝে এগুলো বিতরণ করে সংগঠনের সদস্যরা।
 
করোনা প্রতিরোধক বিতরণের সময় সভাপতি রাহাত হুসাইন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক আকারে ধারণ করার আগেই আমাদের তরুণদের সচেতন হতে হবে। বিভিন্ন স্থানে আড্ডাবাজী বন্ধ করতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিনা প্রয়োজনে বাসা থেকে বেড় না হওয়াই ভালো। সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখতে হবে।
 
তিনি আরও বলেন, করোনা ভাইরাস সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। আতংকিত না হয়ে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা বাড়াতে অনলাইন ক্যাম্পেইন করতে হবে। ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুরা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অনলাইন ক্যাম্পেইনও করে যাচ্ছে। 
 
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির মহাসচিব ইমরান হোসাইন, সাবেক সহ-সভাপতি আশিকুল ইসলাম আশিক, শেখ নাসির, যুগ্মসচিব রাশেদ আল মামুন,  সদস্য সাদিক ভিস্তি,  সোহেলসহ অন্যানরা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ