বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রশিক্ষণ শেষে বিদেশ থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে আছেন নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস। তিনি গত ১৫ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন। সেই থেকে কোয়ারেন্টাইনে আছেন।
জানা গেছে ১৪ দিনের ট্রেনিংয়ে অস্ট্রেলিয়া যান দেশের বিভিন্ন আদালত থেকে ৩০ জন বিচারক। তারা ২৯ ফেব্রুয়ারি সেখানে যান। গত ১৫ মার্চ রাতে দেশে ফিরে আসেন। ফেরার পর থেকেই সবাই হোম কোয়ারেন্টাইনে। বিদেশ থেকে ফিরলে সরকারি কর্মকর্তাসহ যে কাউকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে। ৩০ জনের এই দলে ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ফেরদৌস। গত ১৫ মার্চ বদলি তাকে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হলে এপ্রিলের শুরুতে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।