Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাততালি দিয়ে করোনা যোদ্ধাদের উৎসাহ দিলেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৮:৫৮ পিএম

ভারতে প্রাণঘাতি করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত তাদের হাততালি দিয়ে অভিবাদন জানানোর কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে অমিতাভ বচ্চন সপরিবারে জলসার ছাদে দাঁড়িয়ে ঘণ্টা বাজিয়ে, হাততালি দিয়ে জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষকে অভিবাদন জানান।

করোনা পরিস্থিতি মোকাবিলায় রোববার ভারতে জনতা কারফিউয়ের ডাক দিয়েছিলেন মোদী। বলেছিলেন, জরুরি পরিবেষার সাথে যুক্ত মানুষদের বাইরে বের হতেই হবে। কিন্তু, তার বাইরে থাকা অন্যদের কাছে বাইরে বের না হওয়ার অনুরোধ করেন তিনি। আগামী ২২ মার্চ সবাইকে জনতা কারফিউ পালন করার আহ্বান জানান। দেশবাসীকে বলেন, ‘রোববার বিকেল পাঁচটার সময় বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ঘণ্টা ও হাততালি বাজিয়ে জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষদের ধন্যবাদ জানান।’ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এদিন জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষকে ধন্যবাদ জানান হাততালি দিয়ে, ঘণ্টা বাজিয়ে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা ও ঐশ্বরিয়া বচ্চন জলসার ছাদে দাঁড়িয়ে ধন্যবাদ জানান।

এছাড়া দীপিকা পাড়ুকোন, ভূমি পেডনেকড়, কঙ্গনা রানাউত, অক্ষয় কুমারও রোববার বিকেলে হাততালি দিয়ে ধন্যবাদ জানান জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষদের। নিজের ব্যালকনি থেকেই হাততালি দেন ভূমি। কঙ্গনা পরিবারের সবার সাথে বাড়ির বাইরে এসে হাততালি দেন। অক্ষয় কুমার বিচের সামনে, বাড়ির বাইরে এসে আমজনতার সঙ্গে হাততালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে রোববার জনতা কারফিউয়ের জেরে শাহরুখ খানের বাংলো মন্নতের বাইরে শুনশান। বাংলোর সামনের একটি ছবি পোস্ট করেছেন শাহরুখের এক অনুরাগী। এমন শুনশান রাস্তার ছবি মন্নতের বাইরে শেষ কবে দেখা গিয়েছিল, সন্দেহ। ছবির ক্যাপশনেও সেই কথাই লিখেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ