Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে এক পরিবারকে লকডাউন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৮:৫৭ পিএম

বিদেশফেরত বেপরোয়া ব্যাক্তিদের হোম কোয়ারেন্টিন না মেনে যথেচ্ছ ঘোরাঘুরি থামছেই না। এ ধরনের এক ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পরিবারের ৬ জনকে তালাবদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতক শনিবার বিশ্ববিদ্যালয়ের একটি কলোনীতে তাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে।

জানা যায়, দুই দিন আগে বিদেশ ফেরত একব্যক্তি হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ থাকলেও তা ফাঁকি দিয়েই তিনি ক্যাম্পাস ও স্থানীয় হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দারা ঝুঁকি ও আতঙ্কিত অবস্থায় প্রশাসনের কাছে জানান। এরপরই চবি প্রক্টর, পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্য ফেরত সেই ব্যক্তি এবং তার পরিবারের ৫ জনকে তালাবদ্ধ করে দিয়েছে।
প্রশাসন জানায়, বিদেশফেরত ব্যক্তিটি নিয়মানুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিন না মেনেই তিনি যত্রতত্র ঘুরে বেড়ান। করোনাভাইরাস পরিস্থিতিতেই সবার নিরাপত্তার স্বার্থে সেই পরিবারের ৬ জনকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ