Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষনা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৮:৪১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী ৩১মার্চ পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। আগামীকাল(২৩মার্চ) বিকেল ৩টার পর থেকে গার্মেন্টস পল্লীর সকল ব্যবসা প্রতিপ্রতিষ্ঠান ও ছোট ,মাঝারি ও বড় ধরনের সকল গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। আজ রবিবার(২২মার্চ) সকাল থেকে মাইকিং করে গার্মেন্টস পল্লী এলাকা বন্ধ করার কথা ঘোষনা করা ।কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতি লিমিলেটেডের সাধারন সম্পাদক মুসলিম ঢালী এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, কেরানীগঞ্জের আগানগর ও কালিগঞ্জ এলাকায় দেশের সর্ববহৎ দেশীয় গার্মেন্টস পন্যের মার্কেট ও ছোট, মাঝারি ধরনে শতশত গার্মেন্টস রয়েছে। এসব গার্মেন্টেসে হাজার হাজার শ্রমিক কাজ করে। এছাড়া গার্মেন্টস মার্কেটে বিভিন্ন ব্যবসা পুতিষ্ঠানেও লক্ষাধিক কর্মচারি কাজ করে। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে শতশত পাইকারী ব্যবসায়ীরা বিভিন্ন পন্য ক্রয় করতে আসেন। এতে প্রতিদিন এসব এলাকায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। তাই করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য সমিতির এক জরুরী সভায় সবার সম্মতিতে গার্মেন্টস পল্লী বন্ধ করার সিদ্বান্ত গৃহিত হয়। এব্যাপরে কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ স্বাধীন শেখ জানান,করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পাবার জন্যই তারা ৩১মার্চ পর্যন্ত গার্মেন্টস পল্লী এলাকা বন্ধ ঘোষনা করেছেন। যদি পরর্তীতে দেশের সার্বিক অবস্থার অপরিবর্তিত থাকে তাহলে পরে এই বন্ধের সময় আরো বাড়ানো হবে। তিনি আরো জানান, বন্ধের সময় গার্মেন্টস কারখানার শ্রমিক ও গার্মেন্টেস দোকানের কর্মচারীদের বেতন ভাতার কোন অসুবিধা হবে না। তাদের বেতন ভাতা যথা সময়েই দেয়া হবে। কারন তাদেরতো কোন দোষ নেই শুধু করোনাভাইরাসের কারনে গার্মেন্টস পল্লী বন্ধ রাখা হবে। কোন গার্মেন্টস কারখানার মালিক যদি কোন শ্রমিক ও কর্মচারির বেতন নিয়ে তালবাহানা করে তবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ