পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের প্লেব্যাকের আইটেম গানে অপরিহার্য হয়ে উঠেছেন এ সময়ের তরুণ সঙ্গীতশিল্পী বেলী আফরোজ। সঙ্গীতের নতুন প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান পাওয়ার ভয়েজ ২০১২-এর মাধ্যমে বেলী লাইম লাইটে আসেন। এই রিয়ালিটি শো তাকে এতটাই এগিয়ে দেয় যে পেছন ফিরে আর তাকাতে হয়নি। এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক সিনেমায় বেলী প্লেব্যাক করেছেন। শুরুটা হয়েছিল রাঙা মন সিনেমার মাধ্যমে। এরপর একে একে সর্বনাশা ইয়াবা, উতলা মন, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, বুলেট বাবু, অন্তর জ্বালার মতো সিনেমায় তিনি প্লেব্যাক করেন। প্লেব্যাকের পাশাপাশি গত বছর বেলীর নিজ নামে একটি একক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের ভালো থাকুক মন ও ভাবের ঘর গান দুটির মিউজিক ভিডিও বেশ আলোচিত হয়। এবার একই অ্যালবামের তেঁতুল পাতা শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করতে যাচ্ছেন বেলী। গানটিতে মডেল হিসেবে থাকবেন বেলী নিজেই। ইতোমধ্যে বেলী দ্বিতীয় একক অ্যালবামের কাজে হাত দিয়েছেন। খুব শিগগিরই অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানান তিনি। এ পর্যন্ত বিশটির মতো মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। বেলী বলেন, আমি স্টারইজম-এ একদম বিশ্বাস করি না। একটি স্বপ্ন নিয়ে গান করে আসছি। সেটি হলো প্রতিটি শ্রোতার কানে যেন বেলীর গান পৌঁছে যায়। আমার গান শোনার পরে যদি কারো একটুও ভালো লাগে সেটাই হবে আমার সার্থকতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।