পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
‘তারা’ সদস্যরা হারিয়ে যাওয়া মেয়ে শিশুদের কল্যাণের জন্য পরিচালিত উপলব্ধি ফাউন্ডেশনকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘বেক এন্ড সেল’ প্রোগ্রাম থেকে এই অর্থ সংগৃহীত হয়। ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট ও কাস্টোডিয়াল সার্ভিসেস-এর ইউনিট প্রধান সিকান্দার ই আজম এবং তারা’র পক্ষে কাজীর দেউরী ব্র্যাঞ্চ ম্যানেজার রুনা লায়লা চৌধুরী সম্প্রতি উপলব্ধি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোজাম্মেল হকের নিকট অনুদানের টাকা হস্তান্তর করেন। ফাউন্ডেশনটি আশ্রয়ের পাশাপাশি হারিয়ে শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করে। ১,১৫০ জন নারী কর্মকর্তা নিয়ে গঠিত ‘তারা’ হচ্ছে প্রাইভেট সেক্টরে নারী ব্যাংকারদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে কর্মরত নারীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ক্ষেত্রে উৎকর্ষতা সাধনে সহায়তা পাবেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।