Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে কবর থেকে কলেজছাত্রীর লাশ উত্তোলন

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে মৃত্যুর ১৩ মাস পর এক কলেজছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের জোলারপাড় এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার ওই লাশ উত্তোলন করা হয়।
নিহত ওই ছাত্রীর নাম শারমিন সরকার (১৮)। তিনি গাজীপুর সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং জোলারপাড় এলাকার মো. আব্দুর রাজ্জাক সরকারের মেয়ে।
লাশ উত্তোলনের সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা, মো. মামুন শিবলী ও মো. রাসেল মিয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সোহরাব হোসেন এবং জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া উপস্থিত ছিলেন।
নিহতে কলেজছাত্রীর মা সুফিয়া সরকার জানান, তার মেয়ে শারমিনের জিহ্বায় সিস্ট থাকার কারণে গত বছর ৩০ মে ঢাকার উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খানকে দেখান। তার পরামর্শে ৩ জুন ওই হাসপাতালে ভর্তি করান এবং পরদিন শরমিনের অপারেশন করা হয়।
তিনি অভিযোগ করেন, অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খান তার মেয়ের অপারেশন নিজে করবেন বলে প্রতিশ্রুতি দিলেও অপারেশনের সময় তিনি অনুপস্থিত ছিলেন। তার সহকারী আবুল হোসেনকে দিয়ে অপারেশন করান। অপারেশনের প্রি-অপারেটিভ চেকআপ, এনেসথেসিয়া করার সময় যথাযথ নিয়ম মানা হয়নি। ভুল চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার কারণে তার মেয়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এতে তার মেয়ের অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে ১৩ জুন শারমিন মারা যান।
এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খান, চিকিৎসক মো. আবুল হোসেন, এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমএ করিম, একই বিভাগের কনসালটেন্ট ডা. ফাইজুর ইসলাম চৌধুরীকে আসামি করে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শারমিনের মা সুফিয়া সরকার ওই চার চিকিৎসকদের শাস্তির দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন। পরে কর্তৃপক্ষ তদন্ত শেষে চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, ঢাকার সিএমএম আদালতের নির্দেশক্রমে ময়নাতদন্তের জন্য কবর থেকে শারমিনের লাশ উত্তোলন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ