বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ করে বাড়িতে এনে খুন করেছে এক স্বামী। ঘটনার পর পলাতক রয়েছে ঘাতক স্বামী মো. আতাউল্লাহ ওরফে আতাবুদ্দিন। খুন হয়ে যাওয়া স্ত্রীর নাম আসমা বেগম (২৭)। ঘটনা গাজীপুরের কালীগঞ্জের।
পুলিশ আজ বুধবার দুপুরে নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে আসমার বড় ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আসমা দুইদিন অসুস্থ ছিল। স্বামী আতাউল্লাহ তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে খানিকটা সুস্থ হলে মঙ্গলবার রাতে তাকে বাড়ি নিয়ে আসে। বুধবার সকালে ঘরে তালাবদ্ধ অবস্থায় ভেতরে কান্নার শব্দ শুনতে পায় স্থানীয়রা। স্বামী আতাউল্লাহকে ঘটনার কথা জানিয়ে বাড়িতে আসতে বললে তিনি আসতে পারবে না বলে জানায়। পরে তারা বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে হাত পা বাঁধা অবস্থায় আসমার গলা কাটা লাশ উদ্ধার করেন। এ ঘটনায় আসমার বড় ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে ভগ্নীপতি মো. আতাউল্লাহ ওরফে আতাবুদ্দিনকেসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
নিহত আসমা লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয় নগর গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে। সে কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর (বড়বাড়ী) গ্রামের আজমত আলী আজুর ছেলে মো. আতাউল্লাহর দ্বিতীয় স্ত্রী। তারা স্বামী-স্ত্রী মিলে পৌর এলাকার বালীগাঁও গ্রামের খোরশেদ আলমের বাড়িতে ভাড়া থাকত। তাদের সংসারে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সে নানা-নানীর সাথে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।