পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনার কথা উল্লেখ করে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় এর সংক্রমণ রোধে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ প্রয়োগের ক্ষমতা দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সব সিভিল সার্জন ও সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আইনটির প্রয়োগ করতে পারবেন।
এখন থেকে স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা করোনাভাইরাসের বিস্তার ও তথ্য গোপন, মিথ্যা বা ভুল তথ্য প্রদান, দায়িত্ব পালনে বাধা এবং নির্দেশ পালন না করলে শাস্তি দিতে পারবেন। একইসঙ্গে তাদের এ সংক্রান্ত অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও আপিল নিষ্পত্তির ক্ষমতাও দেয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান ইমান বলেন, ডিজি’র পক্ষ থেকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে একটি চিঠি এসেছে। এই নির্দেশের ফলে স্থানীয়ভাবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্ভব হবে। যদিও এখনও কিছু কিছু আইন প্রয়োগ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।