Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বন্ধ হলো সুন্নতে খাৎনার অনুষ্ঠান

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনা আশঙ্কায় নগরীর ভদ্রা এলাকায় সুন্নাতে খাৎনার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নগরের চন্দ্রিমা থানা পুলিশের একদল গিয়ে অনুষ্ঠান বন্ধ করে খাবার আয়োজনের প্যান্ডেল ভেঙে দেয়। এসময় অনুষ্ঠানে তৈরি করা খাবার অতিথিদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহীতে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ভদ্রা মাজারের সামনে আতর আলী তার ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্যান্ডেল তৈরী করে ৪০০ লোকের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। খবর পেয়ে এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। তবে যেহেতু খাবার তৈরী হয়ে গিয়েছিল তাই সেগুলো ফেলে না দিয়ে অতিথিদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে বলা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ