Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপকূলভাগের আকাশে সূর্যের চারিধারে মেঘের বলয়ের বাইরে রঙধণু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৬:১৬ পিএম

দক্ষিণাঞ্চল সহ উপক’লীয় এলাকার আকাশে বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত সূর্যের চারদিকে বিশাল বৃত্তের মাঝে হালকা কালো মেঘের প্রান্তে রঙধনুর দৃশ্য দেখে অনেকেই আতংকিত হলেও কেউ কেউ কৌতুহল নিয়ে তা অবলোকন করেন।
অনেকে এসময় তাদের মোবাইলে ছবি ধারন করেন। আবারে কেউ কেউ শিশু-কিশোরদের ঘর থেকে বের হতে বারন করেন। তবে বিষয়টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সেন্টাল ফোরকাস্ট ইউনিটে যোগোযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে আতঙ্ক বা উদ্বেগের কিছু নেই। সূর্যের চার ধারে মেঘ ছিল। তার বাইরে স্বাভাবিক রংধনু সৃষ্টি হয়েছিল মাত্র। এ ধরনের দৃশ্য সচারাচ খুব দেখা যায়া। তবে বছর কয়েক আগে পাবনা এলাকায়ও এধরনের দশ্য দেখা গিয়েছিল বলে জানান তিনি।
সোমবার সূর্যের চারধারের ঐ দৃশ্য নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, ঝালকাঠী, পটুয়াখালী, বরগুনা ও বাগেরহাটের কোন কোন এলাকা থেকেও দেখা গেছে বলে জানা গেছে। দুপুর ১টার পরেই এ দৃশ্য হালকা হতে থাকে। আড়াইটার দিকে তা প্রায় বিলীন হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ