Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর তত্ত্বাবধানে করোনা আক্রান্তদের চিকিৎসার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৫:২৯ পিএম

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন একটি জায়গা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আজ বৃহস্পতিবার  সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের জরুরি ব্রিফিং এ কথা জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশে কোনো রকম পর্যটন চলবে না। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শিথিল করা হোক। এমনকি বিয়ের অনুষ্ঠানও বন্ধ করা হোক। বাস, লঞ্চ ও ট্রেনেও যেন কম যাত্রী যেন যাওয়া আসা করে। যাদের জ্বর তারা কোথাও যাওয়া আসা করবেন না। এ সংকট মোকাবিলায় সকল মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে এসে অনেকে সঙ্গরোধ না করে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে মিথ্যা কথা বলছেন। স্বীকার করছেন না তারা বিদেশ থেকে এসেছেন। এর মাধ্যমে তারা নিজের ও অন্যান্যদের ক্ষতি করছেন।

তিনি বলেন, সব দেশ আমাদের সাহায্য করছে। টেস্টিং কিট দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন দেয়ালে সতর্কীকরণ লেখা ঝুলিয়ে দিতে সেটি দেওয়া হবে।

জাহিদ মালেক বলেন, বিদেশে যারা আছেন তারা দয়া করে আসবেন না। আপনার আপনজনদের ক্ষতি করবেন না। আমরা দুইমাস ধরে চেষ্টা করছি। এজন্য অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক ভাল আছে।

 †mbvevwnbxi ZË¡veav‡b K‡ivbv AvµvšÍ‡`i wPwKrmvi cÖ¯‘wZ

÷vd wi‡cvU©vi

†mbvevwnbxi ZË¡veav‡b bZyb GKwU RvqMv K‡ivbv AvµvšÍ †ivMx‡`i wPwKrmvi Rb¨ e¨envi Kiv n‡e e‡j Rvwb‡q‡Qb ¯^v¯’¨gš¿x Rvwn` gv‡jK|

AvR e„n¯úwZevi  mwPevj‡q ¯^v¯’¨gš¿Yvj‡qi Riæwi weªwds G K_v Rvbvb wZwb|

wZwb e‡jb, eZ©gv‡b †`‡k †Kv‡bv iKg ch©Ub Pj‡e bv| ag©xq I mvgvwRK Abyôvb wkw_j Kiv †nvK| GgbwK we‡qi AbyôvbI eÜ Kiv †nvK| evm, j I †Uª‡bI †hb Kg hvÎx †hb hvIqv Avmv K‡i| hv‡`i R¡i Zviv †Kv_vI hvIqv Avmv Ki‡eb bv| G msKU †gvKvwejvq mKj gš¿Yvjq GKm‡½ KvR Ki‡Q|

¯^v¯’¨gš¿x e‡jb, we‡`k †_‡K G‡m A‡b‡K m½‡iva bv K‡i Ny‡i †eov‡”Qb| A‡b‡K wg_¨v K_v ej‡Qb| ¯^xKvi Ki‡Qb bv Zviv we‡`k †_‡K G‡m‡Qb| Gi gva¨‡g Zviv wb‡Ri I Ab¨vb¨‡`i ¶wZ Ki‡Qb|

wZwb e‡jb, me †`k Avgv‡`i mvnvh¨ Ki‡Q| †Uw÷s wKU w`‡”Qb| cÖavbgš¿x e‡j‡Qb †`qv‡j mZK©xKiY †jLv Sywj‡q w`‡Z †mwU †`Iqv n‡e|

Rvwn` gv‡jK e‡jb, we‡`‡k hviv Av‡Qb Zviv `qv K‡i Avm‡eb bv| Avcbvi AvcbRb‡`i ¶wZ Ki‡eb bv| Avgiv `yBgvm a‡i †Póv KiwQ| GRb¨ Ab¨vb¨ †`‡ki Zyjbvq Avgv‡`i †`k A‡bK fvj Av‡Q|

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ