Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রায় দশ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৪:৫৩ পিএম

প্রায় দশ হাজার কোটি টাকা কমিয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য অনুমোদন দেয়া হলো সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়। এর ফলে নতুন এডিপির আকার দাঁড়ালো প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা। আর স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং সংস্থার ব্যয় মিলিয়ে এই খরচ দাঁড়াবে ২ লাখ ১ হাজার কোটিতে। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা যোগান দেয়া হবে দেশীয় উৎস থেকে। বাকিটা আসবে বিদেশি সহায়তা এবং ঋণ হিসেবে।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মাঠপর্যায়ে বাস্তবায়নের অবস্থা বিবেচনায় নিয়েই লক্ষ্য ছোট করা হলো। এ সময় করোনার প্রভাবে বাস্তবায়ন আরো বেশি চ্যালেঞ্জের হতে পারে বলেও মত দেন তিনি। এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে সতর্কতা এবং কাজকর্ম একসাথে চালাতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এডিপি

২৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ