Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সচিবালয়ে দর্শনার্থী সীমিত করার নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা ও সতর্কতায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার অর্থ বিভাগ তাদের কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা দিয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনা ভাইরাস সংক্রমণ থেকে উদ্ভ‚ত পরিস্থিতে প্রয়োজন হলে অন্যদেশের মতো যেখানে শাটডাউন প্রয়োজন করা হবে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য যা যা করণীয় করা হবে।

স¤প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, বিভিন্ন দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, একজন কর্মকর্তা দৈনিক পাঁচটি দর্শনার্থী পাস ইস্যু করতে পারেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের পাস ইস্যু না করতে নিরুৎসাহিত করা হয়েছে। সরকারি হিসাবে বাংলাদেশে গত ৮ মার্চ হতে এ পর্যন্ত ১০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

আর করোনা সন্দেহে বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে আছেন হাজারো মানুষ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ আদেশের পর কর্মকর্তাদের এ নির্দেশনা পালনের জন্য বলেছে মন্ত্রণালয় ও বিভাগুলো। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে মন্ত্রী-সচিবদের পাশাপাশি কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী প্রবেশ করেন। জনসমাগমপূর্ণ এলাকায় করোনাভাইরাসের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ