Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক হুইপ শহীদুল জামালের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপির প্রবীণ নেতা সৈয়দ শহীদুল হক জামাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। গতকাল বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার সাবেক একান্হত সচিব ফকির নাসির উদ্দিন। তিনি বলেন, শহীদুল হক জামাল গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। গত ৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই হুইপকে ঢাকার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে তার অস্ত্রোপচারও হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন শহীদুল হক জামাল।
শহীদুল হক জামাল ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। ওয়ান ইলেভেনের পর আবদুল মান্নান ভুঁইয়ার নেতৃত্বে ‘সংস্কারপন্থিদের’ সঙ্গে থাকায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০১৯ সালের নভেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি সংস্কারপন্থিদের দলের ফেরানোর উদ্যোগ নিলে শহীদুল হক জামালেরও ফেরার সুযোগ হয়। তবে নির্বাচনে তিনি ধানের শীষের মনোনয়ন পাননি। শহীদুল হক জামাল অষ্টম ও নবম সংসদে বিএনপির এমপি ছিলেন। ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর তাকে জাতীয় সংসদের হুইপ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুইপ

১৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ