Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক নাটক জ্ঞানীগঞ্জের পন্ডিতেরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘জ্ঞানীগঞ্জের পন্ডিতেরা’। মাসুম রেজা-এর রচনা ও শাহীন সরকার-এর পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে মঙ্গল ও বুধবার রাত ০৯টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, নিলয়, শ্যামল মাওলা, অপর্ণা, শশী, আখম হাসান, ওয়াহিদা মল্লিক জলি, মিলন ভট্টাচার্য, আমিন আজাদ, সামিয়া অথৈ, সামানতা রহমান, শরিফ খান দিলু প্রমুখ। আলোকদিয়া গ্রামে কিছুদিন হলো ইন্টারনেটের কানেকশান পাওয়া যাচ্ছে। মোবাইলে ইন্টারনেট কানেকশান পাওয়াতে এই গ্রামের মধ্যবয়সী ছেলেমেয়েরা বেশ মেতে ওঠে। ফেসবুকিং, ইউটিউব সার্ফিং, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবই চলে আসে ওদের মোবাইলে, ল্যাপটপে। এই প্রথম ব্যবহার করছে বলে তাদের এই বিষয়ে জ্ঞান কম। তবে তাদের অসুবিধা হয় না কারণ তাদের সিনিয়ার ভাই গনি আছে বলে। গনিকে সবাই জ্ঞানী গনি বলে ডাকে। সব বিষয়ে কিছু কিছু জ্ঞান থাকার কারণে তার এই নামকরণ। জ্ঞানী গনি সুযোগ বুঝে একটা দোকান খুলে বসে। নাম- ‘ফিলিং হ্যাপি ডিজিটাল ক্লাব’। হাস্যরসের গল্প নিয়ে এগিয়ে যায় ‘জ্ঞানীগঞ্জের পন্ডিতেরা’ নাটকের কাহিনী।



 

Show all comments
  • নাজমুল ২৮ ডিসেম্বর, ২০২১, ১০:২৯ পিএম says : 0
    স্ক্রাইব ম্যান নাটক কোন টিভাতে হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ