Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বঙ্গববন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০০ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বেলুন উড়িয়ে এবং কেক কেটে জন্মদিনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষ্যে জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা এবং মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়ে কর্মশালা শুরু হয়। কর্মশালায় এ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ এবং দেশ ও জাতিগঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গণভবন মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেন।

আইএসপিআর-এর অনুষ্ঠানমালা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীগণের উপস্থিতিতে ঢাকা সেনানিবাসস্থ পুরাতন সদর দপ্তর লগ এরিয়া ভবনে মঙ্গলবার এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এর সভপত্বিতে এ অনুষ্ঠানমালা সম্পাদিত হয়। বছরব্যাপী অনুষ্ঠিতব্য কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাসব্যাপী মুজিব চর্চায় প্রথম পর্ব উপস্থাপন করা হয়। আইএসপিআর অফিস ভবন ব্যানার ও বেলুনের মাধ্যমে সু-সজ্জিত করা হয় এবং সবশেষে, যোহরের নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।-আইএসপিআর

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ