Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া ও ফরিদপুরের বোয়ালমারিতে গতকাল মঙ্গলবার করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় সাউথ সাইড ব্লাড ডোনেশন ক্লাব নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার বিভিন্ন স্থানে করোনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। স্থানীয় কিছু তরুণদের উদ্যোগে গঠিত সংগঠনটি তাদের নিজস্ব অর্থায়নে ছাপানো লিফলেটে করোনাভাইরাসের প্রজাতী, লক্ষণ সমূহ, প্রতিকার ও সতর্কতা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
লিফলেট বিতরণ কালে এ সংগঠনের বোরহান উদ্দিন তালুকদার জানান, তারা ইতোমধ্যে মিরুখালী, কাটাখালীও ভগিরথপুর বাজারের লোকজন এবং মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরুখালী কলেজ ও ওয়াহেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। পর্যাক্রমে উপজেলার সর্বত্র লিফলেট বিতরণের পরিকল্পনা রয়েছে বলেও বোরহান জানান। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, সবুজ সাচকি, তারিকুল ইসলাম, সুমন ও রাসেল।
বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাস আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ায় ফরিদপুরের বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীরা জনসচেতনতা সৃষ্টির লক্ষে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বোয়ালমারীর পৌরসদরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় গণমাধ্যমকর্মীরা লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন, আমাদের নতুন সময় প্রতিনিধি কাজী হাসান ফিরোজ, যুগান্তর প্রতিনিধি সেলিম রেজা, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, আমাদের সময় ও বাংলাটিভির প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, সংবাদিক মো. নুর ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি তৈবুর রহমান কিশোর, তৃতীয়মাত্রা প্রতিনিধি মো. সাহিদ মোল্যা, বাংলাদেশ সময় প্রতিনিধি এম এম জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ