Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএসইতে বিদেশিদের লেনদেন কমেছে ১৪%

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ২০১৫-১৬ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ১৩.৫১ শতাংশ। টাকার অংকে ১ হাজার ৯২ কোটি ৬২ লাখ টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য বছরে ডিএসইতে বিদেশি বিও হিসাবে হয়েছে ৬ হাজার ৯৯১ কোটি ২৯ লাখ ৯৮৯ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ বছরে লেনদেন হয়েছিল ২৪৭ দিন। ২০১৪-১৫ অর্থবছরে এই লেনদেনের পরিমাণ ছিল ৮ হাজার ৮৩ কোটি ৩৬ হাজার ৫৯৮ টাকা। ওই বছর লেনদেন হয়েছিল ২৩৮ দিন। লেনদেন কমার কারণ জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, গত অর্থবছরে বিদেশি হত্যার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে বিদেশিরা বিনিয়োগ নিয়ে শঙ্কিত ছিল। তারা মার্কেটে বিনিয়োগ করতে আস্থা পায়নি। আবার দেশীয় বিনিয়োগকারীরা সক্রিয় না থাকায় বিদেশিরা বিনিয়োগ বাড়ায়নি। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে ভূমিকা রাখতে কম আগ্রহ দেখিয়েছে। ফলে বিদেশি বিনিয়োগ কমেছে। আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বৈশ্বিকভাবে ফ্রন্টিয়ার মার্কেটগুলোতে পারফরমেন্স ভালো ছিল না। তাতে বিদেশিরা বেশি বিনিয়োগে আগ্রহী হয়নি। আবার গত ৫ বছরে বিনিয়োগ করে কাঙ্খিত মুনাফা না পেয়ে অনেকে তাদের মুলধন সরিয়ে নিয়েছে। এ ছাড়া অনিশ্চয়তার বিষয়টি তো ছিলই। ২০১৬ সালের প্রথম ৫ মাসে বিদেশি বিও হিসাবে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৫৯৩ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে শেয়ার ক্রয় হয়েছিল ২ হাজার ৩৫ কোটি ৩৪ লাখ টাকার। আর বিক্রি হয়েছিল ১ হাজার ৫৫৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। ডিএসই সূত্র বলছে গত ২০১৫ সালের প্রথম ৫ মাসের তুলনায় বিদেশি বিও হিসাবে লেনদেনের পরিমাণ কম ছিল। তবে সূত্রটি এর পরিমাণ জানাতে পারেনি। ২০১৫ সালে বিদেশি বিও হিসাবে মোট লেনদেন হয়েছিল মোট ৭ হাজার ৪৬৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। এর মধ্যে ক্রয় ছিল ৩ হাজার ৮২৫ কোটি ৪৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। আর বিক্রয় ছিল ৩ হাজার ৬৩৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসইতে বিদেশিদের লেনদেন কমেছে ১৪%
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ