Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারকেল গাছে ব্যাপক সাদা মাছির আক্রমণ

মিজানুর রহমান তোতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৮:২৫ পিএম

দেশের বিভিন্নস্থানে নারকেল গাছে ব্যাপক আকারে সাদা মাছির আক্রমণ দেখা দিয়েছে। এতে রাতারাতি পাতা সাদা হয়ে যাচ্ছে। ছোট হচ্ছে নারকেলের আকার। ভেতরের পানি শুকিয়ে যাচ্ছে। নারকেল গাছের পাতা সাদা হওয়ায় যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, ফরিদপুর. খুলনা, বাগেরহাটসহ বিভিন্নস্থানে গুজব ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত। কিন্তু না এটি পোকা-মাকড়ের আক্রমণ। এটিকে সাদা মাছি বলা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের পরিকল্পনা ও মূল্যায়ন উইংএর পরিচালক ড. নাজিরুল ইসলাম গতকাল জানালেন, ইকোলজিক্যাল ভারসাম্য ভেঙে যাওয়ায় পোকা-মাকড় আবাসস্থল হারাচ্ছে। তাদের খাদ্য শৃঙ্খলা না থাকলে বা কোন উপাদান ঘাটতি হলে নতুন আশ্রয়স্থল খোঁজে। নারকেলের উপর ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষণ গ্রহণকারী ওই গবেষক বললেন, এতদিন যে ফলমুলে সাদা মাছির উপস্থিতি দেখা যেত, এখন তা নারকেল গাছে দেখা যাচ্ছে। সাদা মাছির জীবন বৈচিত্র হচ্ছে পাতা ও কচি ডাবের নরম অংশে ক্ষত করে রস চুষে খায়। তারা নিজেদের রক্ষার্থে তুলার মতো আবরণ তৈরী করে। এর আগে বিভিন্নস্থানে নারকেল গাছে ইরিওফাইট গ্রিরোনিট নামক এক ধরণের মাকড়ের আক্রমণ বিস্তার লাভ করে।
নারকেল গাছে সাদা মাছির আক্রমণ দমনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ইন্সটিটিউটসহ সংশ্লিষ্টরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. আখতারুজ্জামান বলেন, নারকেল গাছে ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে সাদা মাছির। আমরা মাঠপর্যায়ের কর্মকর্তাদের চাষিদের উদ্বুদ্ধ করছি। বালাইনাশক ব্যবহারে সচেতন হতে বলছি। তার কথা, মূলত নারকেল গাছ উঁচু হওয়ায় সাধারণত স্প্র্রে করা হয় না, সেই সুযোগে ক্ষতিকর মাকড়টি নারকেল গাছে বাসা বাঁধছে। তিনি যশোর ও সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় নারকেল গাছে করোনা ভাইরাসের গুজবে কথা স্বীকার করে বলেন, এটি স্রেফই গুজব। সাদা মাছির আক্রমণ সবচেয়ে বেশি ছিল উত্তরাঞ্চলে। এখন বেশি দেখা যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।
কীট তত্ত্ববিদ অধিদপ্তরের একটি সূত্রে জানা যায়, ২০১৬ সালে এই সাদা মাছি কেরালার নারকেল বাগানে প্রথম দেখা যায়। এর আদি নিবাস অবশ্য মধ্য আমেরিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ