Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহনগঞ্জ আ’লীগের দু’পক্ষের মাঝে ফুল দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, মঞ্চ ভাংচুর, আহত ১

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৮:১৬ পিএম

মোহনগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বীরমুক্তিযোদ্ধা সন্তানসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ এগিয়ে আসলে স্থানীয় এমপি সমর্থক আওয়ামীলীগের একটি পক্ষ পুলিশের উপরও হামলা করে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন সকাল ৯টায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে উপজেলা চত্বরে ফুল দিতে যায়। এ সময় স্থানীয় এমপি রেবেকা মোমেনের সমর্থক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদ ইকবাল বাঁধা দেয়। এতে দুই পক্ষের মাঝে হট্টগোল সৃষ্টি হলে এমপি সমর্থকরা বীরমুক্তিযোদ্ধা সন্তান ইয়াসির আরাফাত রনি(৩৫)কে ব্যাপক মারধর করে। এ সময় উপজেলা প্রশাসনের সামনেই দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভাংচুর হয় অনুষ্ঠান মঞ্চ। ফলে পন্ড হয়ে যায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের কর্মসূচী।
সূত্র আরো জানায়, এ ঘটনায় দুই পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে এমপি সমর্থকরা অস্ত্রশন্ত্রে সজ্জিত হয়ে এমপি রেবেকা মোমেনের বাড়ীতে অবস্থান নেয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতনের সমর্থকরা স্থানীয় পৌরসভা এলাকায় অবস্থান নেয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি আ: আহাদ খান। তিনি জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করলে পুলিশের উপর হামলা চালায় এমপি সমর্থকরা। পরে তাদের ধাওয়া করে পরিস্থিকিত নিয়ন্ত্রনে আনা হয়।
জানা যায়, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহন করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতনের সাথে বিরোধে জড়ায় এমপি সমর্থকরা।



 

Show all comments
  • আমানউল্লাহ ১৭ মার্চ, ২০২০, ৯:৫৮ পিএম says : 0
    লতিফুর রহমান রতন সভাপতি এবং পৌর মেয়র উনাকে বাধা দেওয়ায় অপর পক্ষ্যকে তীব্র নিন্দা জানাই
    Total Reply(0) Reply
  • Sazz ১৮ মার্চ, ২০২০, ২:৩৭ পিএম says : 0
    Best wishes for Iqbal Bhai. Mohanganj er mati Iqbal Bhai er Ghati.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ