Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৪:১৮ পিএম

চাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ উন্মোচন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেলাই মেশিন ও রিক্সা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ।

দিবসটিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে।

আজ সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬টা ১০ মিনিটে শহরের অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয়।

এরপর একে একে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, সিভিল সার্জন, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনীতিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুজিববর্ষ

২০ এপ্রিল, ২০২১
১৭ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ