Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মুজিব শতবর্ষ উদযাপিত হচ্ছে

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০৪ পিএম

যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ফরিদপুরে মুজিব শতবর্ষ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকাল আটটায় শহরের অম্বিকা ময়দান মাঠে মুজিব সৃতিস্তম্ভে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এর পক্ষে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, থানা আওয়ামীলীগ, এলজিইডি, ফরিদপুর প্রেসক্লাব, সামাজিক সংগঠনসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে জাতির পিতা শেখ মুজিবর রহমানের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে অম্বিকা ময়দান মাঠের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে।
এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে সারা জেলা সেজেছে বর্নিল সাজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুজিববর্ষ

২০ এপ্রিল, ২০২১
১৭ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ