Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসী বাংলাদেশিদের জন্য সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বিদেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশি ও কূটনীতিকরা যাতে ঠিকমতো কাজ করতে পারেন সেজন্য বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা ভাইরাস সম্পর্কিত এক ডিপ্লোম্যাটিক ব্রিফিং ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করার পর মন্ত্রী এ বিষয়ে বক্তব্য রাখেন।
করোনা মোকাবিলায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কী জানতে চাইলে মন্ত্রী জানান, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এ পর্যন্ত নেওয়া কার্যক্রমের পর্যালোচনা এ মাসের শেষে করা হবে এবং তারপর পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। ভিসা আবেদনের সঙ্গে যে মেডিক্যাল সার্টিফিকেট চাওয়া হয়েছে সেখানে কী উল্লেখ থাকবে জানতে চাইলে মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য প্রতিবেদন এবং করোনাভাইরাসে আক্রান্ত কিনা এ সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে। রোহিঙ্গা ক্যাম্পের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, স¤প্রতি বিদেশ থেকে আগমন করেছে এমন কোনও ব্যক্তিকে ক্যাম্পে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেখানে এখন পর্যন্ত কোনও করোনা ভাইরাস রোগীর সন্ধান মেলেনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তা, প্রায় সব দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ