পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বড় ধরনের ধস নামায় সাড়ে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯৬ দশমিক ৭৫ পয়েন্ট বা চার দশমিক ৯৫ শতাংশ কমে নেমে গেছে ৩ হাজার ৭৭২ দশমিক ৫৫ পয়েন্টে। গত ছয় বছর পাঁচ মাসের মধ্যে ডিএসইএক্সের এটাই সর্বনিম্ন অবস্থান।
২০১৩ সালের জানুয়ারিতে ৪ হাজার ৫৫ পয়েন্ট নিয়ে ডিএসইএক্স সূচক চাল হওয়ার পর ওই বছরেরই ২০ অক্টোবর সূচক নেমেছিল ছিল ৩ হাজার ৭৭১ দশমিক ৬৮ পয়েন্টে।
তারল্য সংকট ও আস্থাহীনতার কারণে পতনের ধারায় থাকা দেশের পুঁজিবাজারে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে বিশ্বজুড়ে ছড়িয়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। গত তিন দিনে ৪ হাজার ২৩১ পয়েন্ট থেকে ডিএসইএক্স ৪৫৯ পয়েন্ট বা ১২ দশমিক ১৬ শতাংশ কমেছে।
দেশের আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের পতনও অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।