পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের সাজা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারকোর্ট। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চেম্বার জাস্টিস মো. নূরুজ্জামান এ আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারকে নিয়মিত আপিলের অনুমতি দেন।
এর আগে গত ১১ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের দেয়া রায় স্থগিতের আবেদন জানান সরকারের প্রধান কৌঁসুলি মাহবুবে আলম। এ পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চেম্বার জাস্টিস উপরোক্ত আদেশ দেন। হাইকোর্টের রায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের বিচার ও দন্ড আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয়। রায়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত ১২১ শিশুর সাজা বাতিল ঘোষণা করা হয়। ওই শিশুদের মধ্যে মুক্তি না পাওয়া শিশু অন্য কোনো অপরাধে জড়িত না থাকলে, তাদের অবিলম্বে মুক্তি দিতেও বলা হয়।
গতকালের আদেশের বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্টের রায় স্থগিত হলেও ৬ থেকে ১২ বছর বয়সী শিশুরা এতে ক্ষতিগ্রস্ত হবে না। কেননা, শিশু আইনে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। সম্ভবত ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।