Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থগিত অ্যাটর্নি জেনারেল অফিসের পরীক্ষা

করোনার প্রভাব হাইকোর্টের কার্যতালিকা মূদ্রণ বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের প্রভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষাও। গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও অফিসের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এক্ষেত্রে কোনো নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না। এর আগে গত ৩০ অক্টোবর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অ্যাটর্নি জেনারেল অফিস।
এর আগে গত বৃহস্পতিবার থেকে করোনার প্রভাবে কার্যতালিকা (কজ লিস্ট) মূদ্রণ বন্ধ করে দেন হাইকোর্ট। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের প্রভাব পড়ে সুপ্রিম কোর্ট ও সরকারি ছাপাখানা বিজি প্রেসেও। করোনার প্রভাবে হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকা ছাপানোর অন্যতম উপাদান পিএস প্লেট চীন থেকে আমদানি করা যাচ্ছে না। ফলে ১৫ মার্চ থেকে দৈনন্দিন কার্যতালিকা ছাপানো বন্ধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ