Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কের জন্য এডিবির সঙ্গে ৪০ কোটি ডলারের ঋণচুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০০ এএম

আন্তর্জাতিক বাণিজ্য করিডোর হিসেবে রাজধানীর সঙ্গে উত্তরপশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের উন্নয়নে বাংলাদেশকে ৪০ কোটি ডলার (প্রায় ৩ হাজার ৩৯১ কোটি টাকা) ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ বিষয়ে গতকাল আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার ও এডিবির মধ্যে চুক্তি হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ চুক্তিতে সই করেন। এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেইনে উন্নীতকরণে দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা (সাসেক) সড়ক সংযোগ দ্বিতীয় পর্যায় নামে ১১ হাজার ৮৯৯ কোটি ১ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্প ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদিত হয়।

এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর সড়ক জাতীয় মহাসড়কের অংশ। এটি চার লেইনে উন্নীত হলে উত্তরঞ্চলের জেলাগুলোতে যানবাহন চলাচল বাড়বে। এছাড়া বাংলাবান্ধা দিয়ে ভারত ও নেপাল ও বুড়িমারি দিয়ে ভারত ও ভুটানের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে।
এই প্রকল্পে এডিবির ৯ হাজার ৩৫৪ কোটি ৯৬ লাখ ৪১ হাজার টাকা ঋণ দেওয়ার কথা। সেই ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে ৪০ কোটি ডলারের ঋণ চুক্তি হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এডিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ