Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের দুই শিশুসহ ৫ খুনের মামলায় আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণ

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আলোচিত একই পরিবারের দুই শিশুসহ ৫ খুনের মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন মামলার বাদী শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মামলার একমাত্র আসামী ভাগ্নে মাহফুজের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. ওয়াজেদ আলী খোকন জানান, মঙ্গলবার মামলার বাদী শফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন পরে জানাবেন। এছাড়া আসামীপক্ষের আইনজীবী হিসেবে বাদী শফিকুল ইসলামকে জেরা করেন জেলা লিগ্যাল এইড এর আইনজীবী এড. সুলতানুজ্জামান।প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি শহরের বাবুরাইল এলাকার আশেক আলী ভিলার নীচ তলায় মামা শফিকের বাসায় অবস্থান করে নির্বিঘ্নে মামী তাসলিমা (৩৫), তার ছেলে স্কুলছাত্র শান্ত (১০) ও মেয়ে স্কুলছাত্রী সুমাইয়া (৬), তাসলিমার ভাই মোরশেদুল (২২) ও তাসলিমার জা লামিয়াকে (২০) শ্বাসরোধ ও শিল পোঁতা দিয়ে আঘাত করে একাই ৫ জনকে হত্যা করে। পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। আদালতে মাহফুজ স্বীকারোক্তি ছিল অনেকটাই গা শিউরে উঠার মত। মামীর সঙ্গে পরকীয়ার জের ধরে একই বিছানায় শুতে ব্যর্থ হয়ে ক্ষোভ থেকেই একে একে ৫ জনকে হত্যা করে ভাগ্নে মাহফুজ। এর আগে গত ৫ মে মামলাটি বিচারের জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বদলী হয়ে আসলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ২৫ মে আদালত মামলাটি গ্রহণ করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ