বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : চৌগাছায় গরু বিক্রির টাকা ফেরতের দাবিতে বাবু (৩২) নামে গরু ব্যবসায়ী যুবলীগের এক নেতাকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী নুরজাহান বেগম। বাবুর বাবার নাম মওলা বক্স। উপজেলার ধুলিয়ানী গ্রামে তাদের বাড়ি। তিনি ধুলিয়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। চৌগাছা থানার পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নুরজাহান বেগম জানান. তার স্বামী বাবু একজন গরু ব্যবসায়ী। গত তিন মাস আগে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের বিদ্যুত আমার স্বামীর কাছ থেকে এক লাখ টাকায় একটি গাভী ক্রয় করেন। এর ১৫ দিন পর গাভীটি বাচ্চা হওয়ার সময় মারা যায়। এরপর থেকে তিনি অসুস্থ গরু বিক্রির অভিযোগ তুলে আমার স্বামীর কাছে এক লাখ টাকা দাবী করে আসছে। কিন্তু আমার স্বামী ওই টাকা দিতে অস্বীকার করেন। গতকাল সোমবার বিকালে আমার স্বামী চৌগাছা বাজার থেকে বাড়ি ফেরার সময় ফতেপুর গ্রামে পৌঁছালে বিদ্যুত ও জাহাঙ্গীর তার ভাগ্নে হাফিজুর, দাউদ হোসেনের ছেলে লিটন ও রুবেলসহ কয়েকজন সন্ত্রাসী বাবুকে ৮৫ হাজার টাকা, একটি গরু ও মোটরসাইকেলসহ জোরপূর্বক তুলে নিয়ে যায়। এসময় তাদেরকে বাঁধা দিতে আসলে ফতেপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল আলিম ও মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেনকে তারা পিটিয়ে আহত করে। এরপর নুরজাহান বেগম চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন। পরে গতকাল সোমবার রাতে চৌগাছা থানার এসআই মখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বাবুকে বিদ্যুতের বাড়ি থেকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ মঙ্গলবার তার অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় পুলিশ তার সঙ্গে থাকা গরুটি উদ্ধার করতে পারলেও টাকা এবং মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।