Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৩:৩৫ পিএম

গাজীপুর সদর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে। এরা হলেন- বানিয়ারচালা এলাকার জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুল (৩) এবং একই এলাকার খোরশেদ আলীর মেয়ে মিলি আক্তার (১০)।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, বাড়ির পাশেই খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যায় জান্নাতুল ও মিলি আক্তার। একপর্যায়ে তারা ঘটনাস্থলে মারা যান। পড়ে তাদের পরিবার ও আশপাশের লোকজন মৃত অবস্থায় তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সেফটি ট্যাংকটি খোলা অবস্থায় ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ