Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসীদের প্রতি অনুরোধ এখন দেশে আসবেন না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ২:১৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের না।

আজ রোববার দুপুরে দেশজুড়ে করোনা ভাইরাস রোধে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রবাসীদের প্রতি অনুরোধ এখন দেশে আসবেন না। এছাড়া বাস, লঞ্চ ও ট্রেন পরিষ্কার রাখার পাশাপাশি উপসর্গ লক্ষণীয় ব্যক্তিকে বাহিরে বের না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। অন্যান্য মন্ত্রণালয়কেও তাদের করণীয় সম্পর্কে অবহিত করা হয় বৈঠকে।

মালেক বলেন, নতুন করে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। বাংলাদেশ করোনা ভাইরাস আছে। তবে যেন ছড়িয়ে না যায় সে পদক্ষেপ নেয়া হয়েছে। বাস, ট্রেনে ও লঞ্চ যেন জীবানু মুক্ত করতে বলা হয়েছে। জ্বর, সর্দি, কাসি নিয়ে কেউ যেন ভ্রমণ না করে। ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠান না করার অনুরোধ। বস্তিবাসীকেও সচেতন হতে বলা হয়েছে।

তিনি বলেন, বিদেশে থাকা আত্মীয়দের দেশে না আসতে সবাইকে অনুরোধ করতে বলা হয়েছে। মসজিদে সীমিত ভাবে যেতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। অভিভাবকরা চাইলে, শিক্ষার্থীদের স্কুলে নাও পাঠাতে পারেন। সচিবালয়ে ১৮ টি মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এসব সিদ্ধান্ত হয়।



 

Show all comments
  • Mymana Shifa Khanam ১৫ মার্চ, ২০২০, ৯:০১ পিএম says : 0
    Sobar sochetonotai pare korona virous protirod korte
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ