Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রফতানি নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:১৯ পিএম

নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে জনস্বার্থে মাস্ক ও স্যানিটাইজার রফতানি নিষিদ্ধ করেছে আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়ের এক স্মারক পত্রের সিদ্ধান্তের আলোকে এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
এ বিষয়ে আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের পক্ষে মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত এসব পণ্যের রফতানি জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।
প্রসঙ্গত, কভিড-১৯-এর প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে দেশে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে যায়। এ সময় পণ্যগুলোর রফতানি চলমান থাকলে দেশের জনগণের সুরক্ষায় ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ