বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মেরে আটক হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও মহানগীর যুব মহিলা লীগের সভাপতি রুহুন নেছা রুনু (৪০)। ট্রাফিক আইন অমান্য করা নিয়ে গতকাল এ ঘটনা ঘটেছে নগরীর চান্দনা চৌরাস্তায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, রুহুন নেছা শনিবার দুপুর দেড়টার দিকে ট্রাফিক নির্দেশনা অমান্য করে গাড়ি চালাচ্ছিলেন। কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশ বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে গালাগাল শুরু করেন। একপর্যায়ে তিনি এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারেন। তাঁকে রক্ষা করতে আরেক পুলিশ সদস্য এগিয়ে গেলে তাঁকেও থাপ্পড় মারেন রুহুন নেছা। পরে গাড়িসহ ওই নেত্রীকে চান্দনা পুলিশ বক্সে নেওয়া হয়। দুপুর ২টার দিকে তাকে বাসন থানায় সোপর্দ করা হয়।
জানা গেছে, বিআরটি প্রকল্পের কাজের জন্য কয়েক দিন ধরে চান্দনা চৌরাস্তার গাড়িগুলো জাগ্রত চৌরঙ্গী হয়ে যেতে না দিয়ে নগপাড়া হয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে ট্রাফিক পুলিশ। এ জন্য রশি টানিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রুহুন নেছা ব্যক্তিগত গাড়ি নিয়ে জাগ্রত চৌরঙ্গী হয়ে যাওয়ার চেষ্টা করলে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা ঘটে।
বাসন থানার ওসি কাউসার আহম্মেদ জানান, ঘটনার শিকার ট্রাফিক পুলিশ সদস্য আশিকুর রহমান কাউন্সিলর রুহুন নেছার বিরুদ্ধে মামলা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।