পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন পিছিয়ে দেয়ার কারণ ও সম্ভাবনা দেখছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। অবশ্য যোগ করলেন, ‘যদি’।
বললেন, ‘বাংলাদেশে এখনও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে করোনার কারণে নির্বাচন পিছিয়ে দিতে হবে। এখন পর্যন্ত পরিস্থিতি যা রয়েছে এতে করে জাতীয় পর্যায়ে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা সৃষ্টি হয়নি। কাজেই নির্বাচন বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তো আসেনি। যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেটা পরে দেখা যাবে’।
আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে চট্টগ্রাম সিটি নির্বাচন পিছিয়ে যাবে কিনা সাংবাদিকগণ জানতে চান সিইসির কাছে। কথার শেষে সিইসি বললেন, যদি তেমন পরিস্থিতি হয় পরে তা দেখা হবে।
অর্ধদিবস অফিস খোলা, যানবাহনও চলবে
চসিক নির্বাচনে ভোটগ্রহণের দিন দুপুর ১২টা পর্যন্ত সরকারি আধা-সরকারি স্বায়ত্বশাসিত অর্ধদিবস অফিস-আদালত, শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানাসমূহ খোলা রাখা হবে। সীমিত আকারে চট্টগ্রাম মহানগরীতে চলাচল করবে যানবাহনও। অতীত থেকে চালু নিয়ম-বিধির ব্যতিক্রম ঘটিয়ে দেশে এবারই প্রথমবার কোনো ভোটের দিন নির্বাচনী এলাকায় অফিস-আদালত ও কল-কারখানা খোলা রাখা এবং যানবাহন চালুর সিদ্ধান্ত গ্রহণ করলো নির্বাচন কমিশন (ইসি)। আজ সার্কিট হাউজের উক্ত সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
অন্যদিকে এ নিয়ে নাগরিক মহলে অনেকেরই মন্তব্য হলো, করোনাভাইরাসের কারণে জনজীবনে প্রভাব, উদ্বেগ-আতঙ্ক এবং ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ছুটির কারণে ভোটারের সম্ভাব্য খরাদশা কাটাতে, চট্টগ্রাম মহানগরীর সচল অবস্থা দৃশ্যমান রাখার উদ্দেশে নির্বাচন কমিশন (ইসি) নিয়মের ব্যতিক্রম ঘটাতে চলেছে। এরজন্যই ২৯ মার্চ ভোটগ্রহণের দিন দুপুর ১২টা পর্যন্ত সরকারি আধা-সরকারি স্বায়ত্বশাসিত অর্ধদিবস অফিস, শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা খোলা রাখার এহেন আয়োজন।
এদিকে ভোটের দিন সবপ্রার্থীকে পোলিং এজেন্টদের নিজ দায়িত্বে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কেন্দ্রে ঢোকার পর যাতে কেউ এজেন্টদের বের করে না দেয় সেটি আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, ভোটকেন্দ্রে এজেন্টরা প্রবেশ করেন না। তাছাড়া গত দুই বছরে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।