Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মাদারীপুরে জামিন পেয়েই সাক্ষীদের রাস্তা বন্ধ করলো

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে মহিষেরচর এলাকায় একটি সড়কের মাঝপথে ৭ থেকে ৮ টা খুটি গেড়ে ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় কিছু দুবৃর্ত্তরা। শুক্রবার সকালে এঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি চাঁদাবাজী মামলায় সাক্ষী হওয়ায় ক্ষুদ্ধ হয়ে আসামীরা রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এতে ফুঁসে উঠেছে স্থানীয়রা। 

ভুক্তভোগী ও অনুসন্ধানে জানা গেছে, মহিষেরচর ৮নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ড আড়িয়াল খাঁ নদের পাড় ঘেঁষে বেশ কয়েক বছর আগে শহর রক্ষা বাধ নির্মাণ করেন। এরই একটা অংশ লঞ্চঘাট থেকে সিকদার কান্দি এলাকা দিয়ে ফেরিঘাটের পাকা সড়কের সাথে যুক্ত হয়েছে। মহিষেরচর ৮ নং ওয়ার্ডে আড়িয়াল খাঁ নদের পাড় ঘেঁষে গড়ে উঠেছে হাওলাদার ট্রেডার্স, মায়ের দোয়া, রোকেয়া ট্রেডার্সসহ বেশকিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান।
ভুক্তভোগী সোহেল হাওলারসহ কয়েকজন ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কালাম সিকদার, ইমান সিকদারের নেতৃত্বে লাভলু সিকদার, রাজিব সিকদারসহ কয়েকজন মিলে আমাদের ব্যবসা বন্ধ করতে রাস্তা বন্ধ করে দিয়েছে। এখানে আমরা ১৬ বছর ধরে ব্যবসা করছি, এতো দিন সমস্যা হয়নি। ওদের বিরুদ্ধে একটা ঘড় লুট ও চাঁদাবাজির মামলা হয়েছে। আর সে মামলার সাক্ষী আমিসহ কয়েকজন, সে কারনেই রাস্তার মাঝে খুটি গেড়ে দিয়েছে।
অভিযোগের বিষয় লাভলু সিকদার বলেন, ‘ওই জায়গা আমাদের, তাই বন্ধ করে দিয়েছি। তবে পায়ে হাটা রাস্তা রেখেছি। এতো বছর ওরা ফাও ব্যবহার করছে, আর না।’ মামলার সাক্ষী হবার কারনে এমন করেছেন কি না, এর জবাবে বলেন, ‘মামলার সাথে এই ঘটনার কোন সম্পর্ক নেই। রাস্তা আমাদের, জায়গায় এখান দিয়ে কোন ট্রাক যেতে পারবে না।’
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
এব্যাপারে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘আমাদের কিছু করার থাকলে, তদন্ত করে অবশ্যই সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ