Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

ইতালিতে একদিনে রেকর্ড প্রাণহানি ১৮৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ এএম | আপডেট : ১২:০৭ এএম, ১৪ মার্চ, ২০২০

চীনের হুবেই প্রদেশের রাজধানী শহরে উহানের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস এখন ইউরোপ ও আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে চীনে আক্রান্ত ও মৃত মানুষের হার কমতে থাকলেও এসব অঞ্চলে তা লাফিয়ে বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের প্রাণহানি এখন পাঁচ সহস্রাধিক। বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটির সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ৫ হাজার ৮০ জন। আক্রান্তের ঘটনা ১ লাখ ৩৮ হাজার ১৫২টি। তবে আক্রান্তদের মধ্যে ৭০ হাজার ৭১৪ জন সুস্থ হয়েছেন।
করোনাভাইরাসে গত চার দিনে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগের প্রাণহানি ঘটেছে ইতালিতে। দেশটির সরকার গোটা ইতালিকে অবরুদ্ধ করে রাখলেও প্রতিদিন নতুন করে সেখান থেকে শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে নতুন এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬ জনে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি এ তথ্য দিয়ে জানিয়েছে, ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৫ হাজার ১১৩।
এদিকে চীনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছেই। গত বৃহস্পতিবার নতুন করে দেশটিতে মাত্র ২১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৮ জনের। দেশটিতে করোনা আক্রান্তের ঘটনা ৮০ হাজার ৮১৪টি। মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৭ জনের। এছাড়া ৬৪ হাজার ১৫১ জন সুস্থ হয়েছেন।
মহামারী করোনাভাইরাসে চীন ও ইতালির পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সেখানে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। দেশটিতে গত বৃহস্পতিবার ৮৫সহ ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত ১১ হাজার ৩৬৪ জন। এরমধ্যে অবশ্য ৩ হাজার ৫২৯ জন এখন সুস্থ।
চীন, ইতালি ও ইরানের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্পেনে ৯০ জন এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৯৭৯ জন। স্পেনে আক্রান্ত মানুষের সংখ্যাও এখন চার হাজার ছুঁই ছুঁই। যারমধ্যে ৮ জন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪১ জনের, আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩২।
করোনা শুধু বিশ্বের শত শত দেশের মানুষের স্বাভাবিক জীবনে বিপর্যয় ঘটায়নি, বিপর্যস্ত হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি, পণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে আকাশপথে ক্ষতির পরিমাণ হাজার হাজার কোটি ডলার ছাড়িয়েছে। শেয়ারবাজারগুলোর অবস্থা নাজেহাল। বিশ্ব বাণিজ্যে চলছে বিপর্যয়।
এদিকে গতকাল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোভি ট্রুডো এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রী আক্রান্ত হওয়ার আগে তাকে নিয়ে ১৪ দিনের আইসোলেশনে চলে গেছেন জাস্টিন ট্রুডো।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো কারও মৃত্যু হয়েছে ভারত ও ইউরোপের দেশ অস্ট্রিয়ায়। বিশ্বের বেশিরভাগ দেশে নানারকম বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বাতিল কিংবা স্থগিত হয়েছে বিশ্বের বড় বড় সব খেলার আয়োজন। স্প্যানিশ মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন, কোয়ারেন্টাইনে উপ-প্রধানমন্ত্রী।
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবকে মহামারী ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। পাশাপাশি সব স্কুল, কলেজ ও সিনেমা হল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়ছে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কলকাতাতেও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
‘যেভাবে এ রোগ ছড়িয়ে পড়ছে ও তার মারাত্মক প্রভাব বাড়ছে’, তার ভিত্তিতেই করোনাভাইরাসকে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগের বিস্তার রুখতে বিদেশীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক দেশ।
ব্রিটেন বাদে অন্য কোনও ইউরোপীয় দেশের নাগরিক আগামী ৩০ দিন পর্যন্ত প্রবেশ করতে পারবেন না মার্কিন যুক্তরাষ্ট্রে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই নিয়ম কার্যকর হবে শুক্রবার মধ্যরাত থেকে। ইউরোপ থেকে আসা মার্কিন নাগরিকদের একাধিক পরীক্ষার পরই দেশে ঢুকতে দেয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন যে তার প্রশাসনের মতো ‘পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ’ হয়েছে, সেকথাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তার আরও বক্তব্য, ‘আমাদের কাছে আছে পৃথিবীর উন্নততম অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা এবং সবচেয়ে প্রতিভাবান ডাক্তার এবং গবেষক’।
মৃত্যুর খবর এসেছে সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম, বুলগেরিয়া, এবং অ্যালবেনিয়া সমেত ইউরোপের অন্যান্য দেশ থেকেও। স্পেনে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসের মোকাবিলায় ৩৯ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে ব্রিটেন। জার্মানির ৮৩ মিলিয়ন জনসংখ্যার ৭০ শতাংশ পর্যন্ত করোনাভাইরাসের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মের্কেল। এখন পর্যন্ত জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১,৩০০।
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় কুয়েতে দুই সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এ ছুটি কার্যকর করা হয়েছে। দেশটির মন্ত্রিপরিষদের নেয়া অন্য সিদ্ধান্তগুলো হলো- পাবলিক ও প্রাইভেট সেক্টরে ১২-২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কুয়েতের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে। সংক্রমণ এড়াতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
রেস্তোরাঁ, ক্যাফে, হল, শপিং সেন্টার, প্রাইভেট হেলথ ইনস্টিটিউট বন্ধ থাকবে। ব্যাংকগুলো ১২-২৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে (এটিএম বুথ উন্মুক্ত থাকবে)। এমন সিদ্ধান্ত জানানোর পর থেকেই কুয়েতের বিভিন্ন সুপারমার্কেটে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। শুকনো খাবারসহ ছুটির সময়ের জন্য নানা প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে রাখছেন তারা। সূত্র : এএফপি, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ