Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

চাঞ্চল্যকর আবরার হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ। দ্রæত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ এর ধারা ৬-এর ক্ষমতাবলে সরকার এ সিদ্ধান্ত নেয়। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলাটি স্থানান্তরে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন আইনমন্ত্রী আনিসুল হক। এখন থেকে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১ চলবে। এর আগে নিহত আবরারের পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে মামলাটি জরুরি বিবেচনা করে দ্রæত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে অনুরোধ জানান। এ পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)র শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) গতবছর ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে শের-ই-বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ১৮ নভেম্বর ডিবি পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ