Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো কর্মসূচি স্থগিত

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনা প্রভাব 

সংবাদ সম্মেলনে মেয়র জাহাঙ্গীর
করোনাভাইরাস থেকে মানুষকে মুক্ত রাখতে ও নগরবাসীকে সচেতন করতে গাজীপুর সিটি কর্পোরেশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন গাসিক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সেই সাথে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মোজাইক ছবি’ দিয়ে জাতির জনকের প্রতিকৃতি তৈরির মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখাতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে মেয়র জাহাঙ্গীর আলম এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখাতে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তা পরে করা হবে।
মেয়র বলেন, জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিতে চায়। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমরা এমন কিছু করবো যা বিশ্ব রেকর্ডের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে পারি এবং এক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে। আমাদের নেয়া এ কর্মসূচির আবেদন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গ্রহণ করেছে এটা গাজীপুরবাসীর জন্য এক আনন্দের সংবাদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ