বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এর পরিচালক, রোটারী ক্লাব, খুলনা নর্থ এর প্রাক্তন সভাপতি এবং খুলনা ক্লাব এর সদস্য ডা. মোস্তফা কামাল এর মাতা নুরুন নাহার বেগম (৯০) গতকাল দুপুর ১২ টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে মরহুমা ২ ছেলে, ২ মেয়ে, ছেলের বউ, জামাতা, ভাগিনা, ভাগ্নি সহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গিয়েছেন।
মরহুমার জানাজার নামাজ গতকাল বাদ এশা মুসলমানপাড়াস্থ দারুল উলম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কেএমএসএস পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার্থে সকলের কাছে দোয়া চাওয়া হয় ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড সুজিত অধিকারী, জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তি, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির মহাসচিব আজগর হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।